আলমডাঙ্গা এম. সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের পিতা আর নেই

আলমডাঙ্গা এম. সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের পিতা আর নেই (ইন্নালিল্লাহি……….রাজিউন)। তিনি বার্ধক্য জনিত কারণে ৩ ফেব্রæয়ারী বিকাল সাড়ে ৩ টা ৪৫ মিনিটে মৃত্যু বরন করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার নওদাবন্ডবিল দোয়ারপাড়া গ্রামের মরহুম শামছদ্দিন মন্ডলের ছেলে খলিলুর রহমান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে দেশের বিভিন্ন ডাক্তারের নিকট চিকিৎসা গ্রহণ করেন। তিনি কিছুদিন যাবৎ নিজ বাড়িতেই ডাক্তারের চিকিৎসাপত্র দেখে ওষুধ সেবন করে আসছিল। কয়েকদিন আগে আবারও তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় ক্লিনিকে রেখে চিকিৎসা দেওয়া হয়।
৩ ফেব্রæয়ারী বৃহস্পতিবার বিকাল ৩টা ৪৫ মিনিটে তিনি মৃত্যু বরণ করে। তার মৃত্যুর সংবাদ শুনে পরিবার ও আত্মীয় স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। শেসবারের মত এক নজর দেখার জন্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খিরা ছুটে যান তার বাড়িতে। মরহুমের জানাযার নামাজ আজ সকাল সাড়ে ৯টায় এম. সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেছেন বড় ছেলে এম. সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান ও ছোট ছেলে বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর আবু সালেহ রিপন।