আলমডাঙ্গা থানা পুলিশের কেরামবোর্ড খেলায় ওসি বলেন মানুষিক ট্রেস কমানোর জন্য এ খেলার আয়োজন
আলমডাঙ্গা থানা পুলিশের উদ্যোগে সপ্তাহব্যাপি ১৬ দলের কেরামবোর্ড খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় সপ্তাহব্যাপি ১৬ দলের নক আউট পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় কনস্টেবল মিঠুন বিশ্বাস -রুবেল হোসেন তার প্রতিপক্ষ এএসআই শরিফুল ইসলাম- সৈকত বৈগারীকে হারিয়ে জয় লাভ করে।
খেলা শেষে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। এসময় তিনি বলেন মানুষিক ট্রেস কমানোর জন্য এ খেলার আয়োজন করা হয়। খেলাধুলার ফলে থানা স্টাফদের মধ্যে পারস্পারিক সহযোগীতা টিম স্প্রীট আরো বৃদ্ধি পাবে। সবার মত থাকলে এধরনের খেলা চলমান থাকবে। বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক তদন্ত তুহিনুজ্জামান, পুলিশ পরিদর্শক অপারেশন এমরামুল হোসাইন।
এসআই মিঠুন উদ্দিন খানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন এসআই সঞ্জিত কুমার, এসআই আব্দুুল গাফফার, এসআই আমিনুর রহমান, এসআই আমিনুল হক, এসআই সমীর, এসআই আচিন্ত্য, শাহ আব্দুল আজিজ এসআই সুফল কুমার, এসআই সোহাগ, এসআই তারিফ, এসআই সুমন্তসহ আলমডাঙ্গা থানার সকল অফিসার ফোর্স।