আলমডাঙ্গার কুলপালায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
আলমডাঙ্গার কুলপালা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোকুলখালি মাধ্যমিক বিদ্যালয়, সিএইচ আর মাধ্যমিক বিদ্যালয় ও মরহুম সিরাজুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়সহ চিৎলা ইউনিয়নের ২০২১ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান।
চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেনের উদ্যোগে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন আক্তার হোসেন মাস্টার। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অ্যাড: বিল্লাল হোসেন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন হেলা,আলুকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,গোকুলখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক,সি,এইচ আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশাদুল হক,মরহুম সিরাজুল ইসলাম জোয়ার্দ্দার মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমতিয়ার হোসেন,
আলমডাঙ্গার সহকারী শিক্ষক মহাসিন কামাল, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেত্রী মৌসুমী জামান, চিৎলা ইউনিয়ন যুবলীগ নেতা শাহ আল ইমরান,মহিলা নেত্রী রেহেনা আক্তার,সাহাঙ্গীর হোসেন প্রমুখ।
সভায় ওই তিন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।