আলমডাঙ্গায় প্রশিক্ষণের পিকআপ ভ্যানের চাপায় স্কুলছাত্রের মৃত্যুর ঘটনা ১ লাখ ৮০ হাজার টাকায় মিটমাটের অভিযোগ

আলমডাঙ্গার বিনোদপুরে প্রশিক্ষণকালে পিকআপ ভ্যানের চাপায় স্কুলছাত্রের মৃত্যুর ঘটনা মাত্র ১ লাখ ৮০ হাজার টাকায় মিটমাটের অভিযোগ উঠেছে। ২৮ জানুয়ারি শুক্রবার বিকেলে বাড়ির পাশে স্কুল মাঠে খেলার সময় এ দুর্ঘটনা ঘটে।
অভিযুক্ত পিকআপ চালককে স্থানীয়রা আটক করে পরে পুলিশে দিয়েছে। নিহত শিশুপুত্র জিসান (৭) আলমডাঙ্গা উপজেলার বিনোদপুর গ্রামের প্রবাসী আলী হকের ছেলে ও বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র।
জানা যায়, শুক্রবার বিকেলে জিসানসহ কয়েক বন্ধু মিলে বাড়ির পাশে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা করছিল। একই মাঠে উপজেলার বেলগাছি গ্রামের বানাত আলির ছেলে তিতাস পিকআপ ভ্যান চালানো শিখছিলেন।
এরই এক পর্যায়ে তিতাস দ্রæত গতিতে গাড়ি চালানোর সময় স্কুলছাত্র জিসানকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। স্থানীয়রা চালক তিতাসকে আটক করে পুলিশে সোপর্দ করেন (পিকআপ ভ্যানটির রেজিষ্টেশন চুয়াডাঙ্গা -১১-০০৬৭)।
পরবর্তীতে, সন্ধ্যার পর মাত্র ১ লাখ ৮০ হাজার টাকায় ঘটনাটি মিটমাট করার অভিযোগ উঠেছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, অভিযুক্ত চালককে থানায় নেওয়া হয়েছে। পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। পরে নিহত শিশুর পরিবার মামলা দিতে রাজি হচ্ছেন না।