আলমডাঙ্গায় হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্ন কর্মচারী শ্রমিকলীগের কমিটি গঠন
আলমডাঙ্গায় উপজেলা শ্রমিকলীগের সাথে হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্ন কর্মচারী শ্রমিকলীগের মত বিনিময় সভা ও কমিটি গঠন করা হয়েছে। ২৮ জানুয়ারী বিকালে আলমডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের অফিসে মতবিনিময় সভা শেষে চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের নির্দেশে এ কমিটি গঠন করা হয়।
মতবিনিময় সভায় উপজেলার শ্রমিকলীগের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আফজালুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক রিপন মন্ডল, জেলা জাতীয় শ্রমিকলীগের সহসভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, আলমডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান।
উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মনিরুল ইসলাম, বাপ্পি, নুর আলম, হরিজন সম্প্রদায়ের নেতা লিটন, শংকর, সুমন, ছট্টু লাল, দিলিপ কুমার, লতা রানী প্রমুখ।
মতবিনিময় সভা শেষে হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্ন কর্মচারী শ্রমিকলীগের সভাপতি লিটন ও শংকরকে সাধারন সম্পাদক করা হয়েছে। এছাড়াও কমিটির সহসভাপতি দিলিপ কুমার, ছট্টু লাল, সুমনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষনা করেন।