চুয়াডাঙ্গায় প্রথম স্ত্রীকে উপর্যুপরি কুপিয়ে জখম করলেন স্বামী
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় প্রথম স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছেন স্বামী। মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার বহালগাছি গ্রামে এ ঘটনা ঘটে। উপর্যুপরি কোপের শিকার স্ত্রী পান্না বেগমকে (৫০) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পান্না বেগম ওই গ্রামের আহাম্মদ ওরফে ঝড়–র প্রথম স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, স্বামী আহাম্মদ দ্বিতীয় বিয়ে করে পান্না বেগমের মালিকানাধীন বাড়িতেই বসবাস শুরু করেন। গত ৯ মাস আগে পান্না বেগম চুয়াডাঙ্গায় চলে আসেন।
মঙ্গলবার সকালে আহাম্মদকে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে চলে যেতে বলেন পান্না বেগম। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতÐা হয়। এক পর্যায়ে আহাম্মদ ওরফে ঝড়ু ধারালো অস্ত্র দিয়ে পান্না বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় পান্না বেগমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।
স্থানীয় ইউপি সদস্য টিটন শেখ বলেন, ‘পান্না বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তার স্বামী আহাম্মদ।’ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, ‘পান্না বেগমের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের জখম রয়েছে। ক্ষতস্থানগুলোতে ৭০-৮০ টা সেলাই দেয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করে পর্যবেক্ষণে রেখেছি।’
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘এক নারীকে কুপিয়ে জখমের বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।