আলমডাঙ্গায় উন্নত জাতের গাভী পালন বিষয়ক ডেউরি খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত

আলমডাঙ্গায় নিরাপদ দুধ উৎপাদনের লক্ষে উন্নত জাতের গাভী পালন বিষয়ক ডেউরি খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারী সকালে উপজেলা প্রাণী সম্পদ অফিসের হলরুমে প্রশিক্ষক অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী(জাইকা) সহায়তায় উপজেলা পরিষদের আয়োজনে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফির সভাপতিত্বে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মো: গোলাম মোস্তফা।
প্রাণী সম্পদ সম্প্রসার কর্মকর্তা ডা. বায়েজিদ খন্দকারের উপস্থাপনায় প্রশিক্ষনার্থীদের মধ্যে খামারী আজিজুর রহমান, নাছিমা খাতুন, সহেল রানা, আছিয়া খাতুন, জাকির হোসেন, আমিন উল্লাহ, মাসুম আলী, নয়ন, জান্নাতুল, নাছিমা, খালেদুল ইসলাম, ওয়ালিদ, আশরাফুল ইসলামসহ ৩০ জন খামারী প্রশিক্ষণ গ্রহণ করেন।