জেলা বিএনপির আহব্বায়ক কমিটির আলমডাঙ্গা উপজেলার ৪ সদস্যকে সংবর্ধনা
আলমডাঙ্গা ডাউকি ইউনিয়ন বিএনপির উদ্যোগে সদ্য ঘোষিত জেলা বিএনপির আহব্বায়ক কমিটির আলমডাঙ্গার উপজেলার ৪ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৩ জানুয়ারী রবিবার সন্ধ্যায় হাউসপুর জব্বার চেয়ারম্যানের স-মিলে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি নেতা হায়দার আলীর সভাপতিত্বে সদ্য ঘোষিত জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য ডাউকি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুর জব্বার বাবলু, আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক আজিজুর রহমান পিন্টু, জেহালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান অল্টুকে সংবর্ধনা দেওয়া হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইউনুস আলী, আতিয়ার রহমান চিনি, আবদার আলী, আব্দুস সালাম মেম্বর, মজনু মিয়া, শাফি, আজম আলী, আশা, ফজলু, মোজাম, আ: কাদের, আইয়ুব আলী, আশা, শহিদুল, সিদ্দীক, মোহাম্মদ আলী, বাদল, ইখলাছ, মাহাবুল, রুপচাদ, বিল্লাল, ওমর আলী প্রমুখ।