আলমডাঙ্গা সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মহিদুল ইসলাম মুহিদ
আলমডাঙ্গা সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক মহিদুল ইসলাম মুহিদ। ২২ জানুয়ারী শনিবার গোপন বুথে ব্যালটের মাধ্যমে তিনি সর্বচ্চ ৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।
সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে ৯টি ভোটের বিপরীতে সভাপতি পদে ২জন প্রার্থী প্রতি›দ্ব›দ্বীতা করেন। গোপন ব্যালটের ভোটের মাধ্যমে মহিদুল ইসলাম মুহিদ সর্বচ্চ ৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। তার প্রতি›দ্ব›দ্বী প্রার্থী মারফত আলী হেলাল পেয়েছে ২ ভোট।
সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আলমডাঙ্গা উপজেলা একাডেমি সুপারভাইজার ইমর”ল হক।
মহিদুল ইসলাম মহিদ শেখপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে। তিনি উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক ও সাবেক বিআরডিবির পর পর ৩বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। মহিদুল ইসলাম মহিদ সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক মহল তাকে শুভেচ্ছা জানিয়েছে।