শৈলকুপায় পানিতে ডুবে দেড়বছর বয়সের শিশুর মৃত্যু
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ১০, ২০২০
151
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় গর্তে পড়ে আহাদ হোসেন নামে ১৩ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১২টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের নওপাড়া গ্রামে এঘটনা ঘটে।
নিহত শিশু ওই গ্রামের কৃষক রুবেল মন্ডলের ছেলে। পারিবারিক সুত্রে জানা যায়, শিশুটি খেলতে খেলতে ঘরে পাশে কলের গর্তে পড়ে যায়।
পরে খোঁজাখুঁজি করে পানিতে ভেসে থাকতে দেখে শিশুটিকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। মর্মান্তিক এঘটনায় শিশুটির পরিবার ও পুরো গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।