করোনায় আক্রান্ত আলমডাঙ্গার উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ২২, ২০২২
106
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর করোনা আক্রান্ত হয়েছেন। ১৯ জানুয়ারী বুধবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদ সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৯ জানুযারী বুধবার ইউএনও রনি আলম নূর অসুস্থ অনুভব করলে ওই রাতেই স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি তার নমুনা দেন এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। ইউএনও রনি আলম নূর দুই ডোজ টিকা নিয়েছিলেন।
এদিকে গাড়ির ড্রাইভারসহ দুই বডিগার্ডের করোনা পরিক্ষা নেগেটিভ আসে। এ ব্যাপারে ইউএনও রনি আলম নূর জানান, তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন। তার শরীর অনেকটা ভালো আছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।