আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দের দায়িত্বভার গ্রহন
আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দের দায়িত্বভার গ্রহন এবং বিদায়ী সদস্যদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১১টায় দিয়ে ৯নং ডাউকি ইউনিয়ন চত্তরে নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দের দায়িত্বভার গ্রহন এবং বিদায়ী সদস্যদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম পুনরায় দায়িত্বভার গ্রহণ করে ফুল দিয়ে সাবেক ইউপি সদস্যদের বিদায় সংবর্ধনা ও নবনির্বাচিত সদস্যদের বরণ করে নেন।
অনুষ্ঠানে বাদেমাজু গ্রামের প্রবীন ব্যক্তি আজিবার রহমান মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডাউকি ইউনিয়নের পুনরায় নির্বাচিত চেয়ারম্যান তরিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহসভাপতি খাইরুল ইসলাম চুন্নু।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোনায়েম সরকার, সাবেক আহব্বায়ক খবির উদ্দিন, সাবেক যুগ্ম আহব্বায়ক রোকনুজ্জামান নাহিদ, যুগ্ম সম্পাদক আব্দুল খালেক, আওয়ামীলীগ নেতা ইছাহক ডাক্তার, তোফাজ্জেল আলী, গোলজার হোসেন, আনসার মন্ডল, পানুয়ার মোল্লা, মকবুল, আব্দুল ওহাব, আনিসুর রহমান, যুবলীগ নেতা আব্দুল কাদের রানা।
সাবেক ইউপি সদস্য যুবলীগ নেতা আরিফুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত ইউপি সদস্য নাসিমা খাতুন, মাসুদা খাতুন, রাশিদা খাতুন, আফাজ উদ্দিন, দাউদ হোসেন, বদর উদ্দিন, মানোয়ার হোসেন, আঃ ছালাম, সাইদ হোসেন, শরিফুল ইসলাম, লাভলু হোসেন, আনিসুর রহমান, বিদায়ী ইউপি সদস্য রাশিদা খাতুন, নিলুফা খাতুন, রাজিয়া খাতুন, রুহুল কুদ্দুস, ওজিফা খাতুন, রবিউল ইসলাম, আরিফুল ইসলাম, আব্দুল গফুর, উপজেলা ছাত্রলীগ নেতা রকি, সাকিব, শিহাব, সজিব, অটাল প্রমুখ।