আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ভোদুয়ার এনামুল গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ভোদুয়ার এনামুলকে গ্রেফতার করেছে। ২০ জানুয়ারী বৃহস্পতিবার তার নিজ বাড়ি থেকে থানা পুলিশ গ্রেফতার করে নিয়ে আসে।
জানাগেছে, উপজেলার কালিদাসপুর গ্রামের মৃত আব্দুল হামিদ মোল্লার ছেলে আল্লাহর দান হোটেলের মালিক হাফিজুর রহমানের নিকট থেকে প্রায় ২/৩ বছর আগে জামজামী ইউনিয়নের ভোদুয়া গ্রামের আজিবার আলীর ছেলে চেক দিয়ে সাড়ে ৬ লাখ টাকা ধার নেয়। দীর্ঘদিন পার হলেও এনামুল টাকা দিতে না পারলে হাফিজুর রহমান ওই চেক সোনালী ব্যাংক আলমডাঙ্গা শাখায় জমা দেয়।
এনামুলের একাউন্টে টাকা না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজ অনার করে হাফিজুরের নিকট ফেরত দেয়। কোন উপায় না পেয়ে হাফিজুর আদালতের সরানাপন্ন হয়। পরে এনামুল আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। ২০ জানুয়ারী আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে চেক জারিয়াতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী এনামুলকে গ্রেফতার করে নিয়ে আসে।