আলমডাঙ্গা রোয়াকুলি গ্রামে রাস্তার পাশে বেড়া দেওয়াকে কেন্দ্র করে মারামারি

আলমডাঙ্গা রোয়াকুলি গ্রামে বাড়ি থেকে বেড়ানো রাস্তার পাশে বেড়া দেওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। ১৯ জানুয়ারী বেলা ১২টার দিকে রোয়াকুলি গ্রামের বিশ^াসপাড়ায় পথের ধারে খোকন পুরাতন বেড়া নুতন করে দিতে গেলে প্রতিবেশি রিজন বাধা দিলে এ মারামারির ঘটনা ঘটে।
জানাগেছে, উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের মৃত আব্দুল খালেক বিশ^াসের ছেলে মাসুদ রানা খোকনের সাথে রেজাউল কবীরের ছেলে রিজনের সাথে পথের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এবিষয়ে বেশ কয়েকবার গ্রামে শালিশ বিচারীও হয়েছে। খোকন পল্লি বিদ্যুতে চাকুরী করে। ছুটিতে বাড়ি এসে খোকন গতকাল পথেরধারে পুরাতন টিনের বেড়া নতুন করে বাধতে যায়। রিজন বাধা দিলে তাদের মধ্যে কথাকাটাকাটি সৃষ্টি হয়।
একপর্যয়ে তাদের মধ্যে মারামারিতে রিজনের লাঠির আঘাতে খোকনের বামহাত ভেঙ্গে যায়। মারামারির সময় রিজনও আহত হয় বলে জানা যায়। পরে খোকনকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।