চুয়াডাঙ্গায় বিএনপির গণসমাবেশ সফল করার লক্ষে ভাংবাড়িয়ায় বিএনপির প্রস্তুতি সভা

হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপি'র উদ্দ্যোগে আগামী ১৭ জানুয়ারী বিএনপির গণসমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল তিনটারয় ভাংবাড়িয়া প্রাইমারি স্কুল মাঠে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় প্রবীণ ব্যক্তিত্ব বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শরিফুজ্জামান শরীফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি টিপু সুলতান, ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক সাইফুল হুদা, সাহিবুল ইসলাম সন্টুমিয়া।
খন্দকার নাজমুল হকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ছাত্রদলের জেলা সভাপতি শাজাহান খান, জেলা জাসাসের সভাপতি সেলিমুজ্জামান, উপজেলা যুবদলের আহবায়ক খায়রুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক উজ্জল হোসেন,ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি লিয়াকত হোসেন, মজিরুল ইসলাম ,আব্দুল কুদ্দুস , ইউনিয়ন বিএনপি'র যুগ্ন সাধারন সম্পাদক দেলোয়ার জাহান ঝন্টু, মফিজুর রহমান রাজা, আজমত হুদা, আতাউল হুদা, তুহিন হুদা, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাইদুজ্জামান রাসেল, যুবদল নেতা রাসেল হুদা, যুবদল নেতা আবুজার, সেলিম রেজা, ইসমাইল হুদা, মমিনুল ইসলাম রাজু,জাকির হোসেন, নাজমুল হোসেন, শিলন আহমেদ সোহেল রানা, ইমন, ইমরান, বকুল হোসেন, আব্দুল মাবুদ, হাসেম আলী, নাসির উদ্দিন, মনসুর আলী প্রমুখ।