১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় বাল্যবিয়ে রোধে বাংলাদেশ বেতারের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ১৩, ২০২২
131
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গায় বাংলাদেশ বেতারের "তারুণ্যের কণ্ঠ" অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান " তারুণ্যের কণ্ঠ" অনুষ্ঠিত হয়।


আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম ছরোয়ার মিঠু, দৈনিক মাথাভাঙ্গা ও দৈনিক কালের কণ্ঠের আলমডাঙ্গা প্রতিনিধি রহমান মুকুল ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।


অংশগ্রহণকারিরা বাল্যবিবাহ প্রতিরোধে নানামুখী কার্যক্রমের কথা জানান। উপজেলা নির্বাহী অফিসার বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন সজাগ রয়েছে।সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে হবে।


তারুণ্যের কণ্ঠের উপস্থাপক সজীব দত্ত জানান, অনুষ্ঠানটি গত ০৬ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে আসছে। আগামী ২২ জানুয়ারি শনিবার রাত ০৮ টা ১০ মিনিটে বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ-এ তারুণ্যের কণ্ঠ প্রচার করা হবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram