মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ঝিনাইদহে যেতে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত!
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাঈদ আফ্রিদী তন্ময় (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আটমাইল নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সাঈদ আফ্রিদী তন্ময় ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চন্দুয়ালী গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে চুয়াডাঙ্গা থেকে নিজ বাড়ি ঝিনাইদহের চন্দুয়ালী গ্রামে যাচ্ছিলেন তন্ময়। এসময় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের আটমাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপকে সাইড দিতে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে তার।
এতে ঘটনাস্থলেই নিহত হন তন্ময়। তন্ময়ের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। করোনাকালীন সময়ে তার পিতা আব্দুল কুদ্দুস করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।