বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলমডাঙ্গায় নানা কর্মসূচি পালন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ নানা কর্মসূচি পালন করেছে। দিবসটি উপলক্ষে ১০ জানুয়ারি সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের তারে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গনুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ালীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খাঁন, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু মুসা, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুল রহমান পিন্টু, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল,
আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক, মহসিন কামাল, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভা নেত্রী শাহেদা ইসলাম, পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আসমান মালিথা, পরিমল কুমার কালু ঘোষ, কলেজ ছাত্রলীগের সাবেক আহব্বায়ক সোহেল রানা শাহীন,
উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আলম হোসেন, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক নাহিদ হাসান তমাল, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান, ছাত্রলীগ নেতা টিটন প্রমুখ।