আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান ইয়াবাসহ ওসমানপুরের লাভলু আটক
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ৯, ২০২২
92
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ওসমানপুর থেকে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী লাভলুকে আটক করেছে। ৮ জানুয়ারী শনিবার রাতে থানা পুলিশ ওসমানপুর খন্দকার পাড়ায় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে।
জানা গেছে, উপজেলার ওসমানপুর খন্দকার পাড়ার লালচাঁদের ছেলে লাভলু(৩০) দীর্ঘদিন এলাকায় ইয়াবা বিক্রয় করে আসছিল। সে বাইরে থেকে ইয়াবা ক্রয় করে নিয়ে এসে এলাকায় বিক্রয় করত।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক অপারেশন একরামুর হোসাইনের নেতৃত্বে এসআই আমিনুর ইসলাম, এসআই জামাল উদ্দিন ও এএসআই শরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে লাভলুকে আটক করে।
আটকের পর তার নিকট থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।