আলমডাঙ্গায় মটর সাইকেল দুর্ঘটনা কলেজছাত্রীর মৃত্যু ঃ যুবক আহত
আলমডাঙ্গার জগন্নাথপুর ব্রীজের নিকট মটরসাইকেলের সাথে পাখি ভ্যানের ধাক্কায় মটর সাইকেলে থাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা পর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে কলেজ ছাত্রী মৃত্যু হয়।
জানা গেছে, কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের আহাদ আলীর ছেলে আলামিন তার বান্ধবী একই গ্রামের আব্দুর রবের কন্যা কলেজ ছাত্রী তাবানুরকে নিয়ে মোটর সাইকেল যোগে আলমডাঙ্গায় আসছিল। পথিমধ্যে জগন্নাথপুর ব্রীজের নিকট পৌছালে মোটর সাইকেলের সামনে একটি পাখি ভ্যান এসে পড়লে আলামিন মোটর সাইকেলের ব্রেক ধরলে পিছনে থাকা তাবানুর সামনে গাছের সাথে ধাক্কা লেগে মারাত্মক জখম হয়। আহত হয় আলামিন। আহতদের উদ্ধার করে আলমডাঙ্গার একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের কুস্টিয়া নিয়ে যাবার পথে কলেজ ছাত্রী তাবানুরের মৃত্যু হয়।
দুর্ঘটনার সংবাদ আমবাড়িয়ায় পৌঁছালে গ্রামে শোকের ছায়া নেমে যায়। রাত ৮ টার দিকে আমবাড়িয়া গোরস্থানে কিশোরীর লাশ দাফন সম্পন্ন হয়।