ছাগল বেঁধে রাখতে বলায় গ্রাম্যচিকিৎককে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে

ছাগল বেঁধে রাখতে বলায় গ্রাম্যচিকিৎককে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে আলমডাঙ্গার টাকপাড়া গ্রামের আব্দুল ওহাব ও তার ভাইয়েরা। গতকাল শুক্রবার দুপুরে তাকে পিটিয়েছে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি টাকপাড়া গ্রামের আবু তালেবের ছেলে গ্রাম্যচিকিৎক ওহিদুল ইসলাম নিজের জমিতে নেপিয়ার ঘাসের চাষ করছেন। কিন্তু প্রতিবেশি আব্দুল ওহাবের ছাগল প্রায় ক্ষেত খেয়ে যায়। গতকাল শুক্রবারও আব্দুল ওহাবের ছাগল ক্ষেত খাচ্ছিল। সে সময় ওহিদুল ইসলাম গিয়ে ছাগল তাড়িয়ে জমি থেকে বের করে দেন। তিনি ওহাবের বাড়ি গিয়ে ছাগল বেঁধে রাখতে বলে আসেন।
ছবি: আহত ওহিদুল।
দুপুর ২ টার দিকে ওহিদুল ইসলাম জমিতে সার বুনছিলেন। সে সময় পেছন দিক থেকে ওহাব ও তার ছেলে হাসান এবং ওহাবের ভাই আব্দুর রাজ্জাক আকস্মিক হামলা চালায়। তাকে পিটিয়ে হাত ও পা জখম করে। আঘাতে তার বাম হাত ভেঙ্গে গেছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে গতকাল সন্ধ্যায় তিনি আলমডাঙ্গা থানায় উপস্থিত হন লিখিত এজাহার দায়েরের জন্য।