যাত্রা শুরু করলো মাদ্রাসাতুস সালাম ও এতিমখানা’র মহিলা শাখা

আলমডাঙ্গার ডাউকি গ্রামেযাত্রা শুরু হল মাদ্রাসাতুস সালাম ও এতিমখানা’র মহিলা শাখা। এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদানের মধ্য দিয়ে যাত্রা শুরু হল মাদ্রাসাতুস সালাম ও এততিমমখানার মহিলা শাখা।
শুক্রবার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন । পরে বাইতুস সালাম জামে মসজিদের সভাপতি সিরাজুল ইসলাম সিরজের উপস্থাপনায় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় জনাব সাইফুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক কথা বলেন। আলোচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক অপারেশন একরাম হোসাইন,
সাংবাদিক মহসিন আলি হোসেন, ডাউকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া মাষ্টার, আব্দুর রহমান মাষ্টার, আলমগির হোসেন, হাফিজুর রহমান, সানোয়ার হোসেন, আফাজ মেম্বার, আশরাফুল ইসালাম, আব্দুর রাজ্জাক, হেদায়েতুল ইসলাম, আলতাফ হোসেন, আব্দুল আল আমিন লেবু, সাজিদ মাহামুদ রোমিও , সোহান খান, হায়দার আলি, নুর ইসলাম মেম্বার, সাজেদুর রহমান রকি, গোলাম মোস্তফা প্রমুখ ।