কন্যা সন্তানের মা হলেন তিশা
প্রতিনিধি :
আসাদুজ্জামান স্বপন
আপডেট :
জানুয়ারি ৫, ২০২২
104
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
বেশ কিছুদিন আগেই নুসরাত ইমরোজ তিশা তার নিজ ভেরিফাইড ফেসবুক পেজে কন্যাসন্তানের আগমন জানান দেন। আজ রাত ৮ টা ২৭ মিনিটে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। নামের সাথে মিলিয়ে নামকরণ করেন "ইলহাম নুসরত ফারুকী"।
নুসরাত ইমরোজ তিশার ভেরিফাইড ফেসবুক পেজে ।ডাক্তার কে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্থতার খবর জানিয়ে তিনি ইংরেজীতে লেখেন যার অনুবাদঃ
"আজ রাত ৮.২৭ টায় সে ঈশ্বরের বাগান থেকে মামা-পাপ্পার নীড়ে নিরাপদে যাত্রা করেছে! আলহামদুলিল্লাহ! মা ও মেয়ে দুজনেই ভালো আছেন। ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, আসুন এই দেবদূতকে ইলহাম নুসরাত ফারুকী (ইলহাম নুসরত ফারুকী) বলি। ডাক্তার সাংজুকতা সাহাকে তার অসাধারণ যত্নের জন্য ধন্যবাদ 🙏"