আলমডাঙ্গার সয়ম্ভর পাবলিক লাইব্রেরীকে বই কেনার জন্য নগত অর্থ উপহার এসএসসি ৮৯ ব্যাচ
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ৫, ২০২২
171
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার পাইলট বহুমুখি সরকারি উচ্চবিদ্যালয়ের এসএসসি ৮৯ ব্যাচের বন্ধুদের ফেইথ সংগঠনের পক্ষ থেকে সয়ম্ভর পাবলিক লাইব্রেরীকে বই কেনার জন্য ২০ হাজার টাকা নগত প্রদান করেছে।
৪ ডিসেম্বর সন্ধ্যায় আলমডাঙ্গা হাইরোডের জেএস টাওয়ারে অবস্থিত সয়ম্ভর পাবলিক লাইব্রেরীকে এ নগত অর্থ উপহার হিসেবে প্রদান করেন।
সয়ম্ভর পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আলমডাঙ্গার জনগণের পাঠ্য অভ্যাস গড়ে তোলার জন্য অবদান রেখে চলেছে।
তাদের এই কাজকে উৎসাহিত করার লক্ষে সম্প্রতি আলমডাঙ্গা পাইলট বহুমুখি সরকারি উচ্চবিদ্যালয়ের এসএসসি ১৯৮৯ ব্যাচের বন্ধুদের সংগঠন “ফেইথ” এর প্রতিনিধিরা লাইব্রেরি কতৃপক্ষের নিকট এই নগত অর্থ হস্তান্তর করেন।