২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় মাইক্রোবাস স্টান্ড স্থাপনের দাবীতে মাইক্রোবাস মোটর শ্রমিক ও মালিকদের যৌথ আলোচনা সভা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ৪, ২০২২
103
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় মাইক্রোবাস স্টান্ড স্থাপনের দাবীতে মাইক্রোবাস মোটর শ্রমিক ও মালিকদের যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর মাইক্রোবাস স্টান্ডে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রঞ্জু শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার সভাপতি রিয়াজ উদ্দিন। এসময় তিনি বলেন, আলমডাঙ্গায় প্রায় ৮০টি মাইক্রোবাস ও প্রাইভেট কার রয়েছে। যাহা ধনীদের পথ চলার নিত্যদিনে সঙ্গী। এছাড়াও রাষ্ট্রীয় কাজে চাহিবা মাত্র দিতে আমরা বাধ্য থাকি। গত করোনা কালিন করোনায় আক্রান্ত রোগীদের চলাচলের জন্য এ্যাম্বুলেন্সের পাশাপাশি একমাত্র পরিবহন ছিল মাইক্রোবাস। যেখানে করোনা রোগীর কথা শুনা মাত্র অনেকে পালিয়ে যেত। সেখানে আমাদের মোটর শ্রমিক ভাইরা তাদেরকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেত। কিন্তু আমাদের নির্দিষ্ট বসার কোন স্থান নেই। আমরা আলমডাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে কেন্দ্রী শহীদ মিনার চত্তরে দীর্ঘদিন ধরে অস্থায়ী মাইক্রোবাস স্টান্ড হিসেবে ব্যবহার করছি। আলমডাঙ্গায় বাস ও ট্রাক টার্মিনাল আসে। মাইক্রোবাস রাখার কোন স্থান নেই। এসময় তিনি আরও বলেন, আমরা মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়নের সকলে জেলা প্রশাসক, পুলিশ সুপার, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের নিকট আবেদন জানাচ্ছি যে, আমাদের একটি নির্দিষ্ট মাইক্রোবাস রাখার স্টান্ডের ব্যবস্থা করে দিতে।

বিশেষ অতিথি ছিলেন মাইক্রোবাস মালিক মীর লাল্টু, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, হাজী আজিজুল হক, আবুল খায়ের, সাইফুল ইসলাম, লাভলু মিয়া, রুবেল মিয়া, চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার সহ-সভাপতি আমিরুল।

মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রানা আহমেদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সোহেল রানা, মিরাজ হোসেন, মিলন, তরিকুল ইসলাম, মন্টু, রাসেল, হাবীব, রাজু, ডালিম, খোকন, আকাশ, সুমন, রনক, সাইফুল, মানিক, ফারুক, বাপ্পি প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram