কালীগঞ্জের হাসনা ক্লিনিকে সিজারের পর বাচ্চা না পাওয়ার অভিযোগ; ক্লিনিক বন্ধ করে দিলেন সিভিল সার্জন
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ কালীগঞ্জ শহরে হাসনা ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দিলেন ঝিনাইদহ সিভিল সার্জন সেলিনা বেগম। ৩০ ডিসেম্বর তিনি তার নিজ স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে এ আদেশ দেন, যার স্মারক নম্বর হলো সি এস সি /বা- ১/২০২১/২১৮৬/২৮।
উক্ত আদেশপত্রে বলা হয়েছে, ২৫ ডিসেম্বর জনৈক রফিকুল ইসলামের অভিযোগের ভিত্তিতে ক্লিনিকটি বন্ধ করে দেওয়া হল। তিনি হাসনা ক্লিনিকে তার স্ত্রী সিজার অপারেশন করিয়ে বাচ্চা পাননি।এজন্য তিনি ক্লিনিক মালিক আব্দুর রহমান ও ডাঃ প্রফুল্ল কুমার মজুমদারের বিরুদ্ধে অভিযোগ প্রদান করেন ঝিনাইদহ সিভিল সার্জনের নিকট।
অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সিভিল সার্জন কার্যালয়ের স্মারক নং ২২৮৪ মোতাবেক ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা হলেন, ডাঃ মোহাম্মদ আলাউদ্দিন (সভাপতি), ডাঃ মোঃ মনজুরুল হক (সদস্য)ও ডাঃ মোঃ তালাত তাসনিম(সদস্য)। ওই তদন্ত কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত হাসনা ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য মালিক আব্দুর রহমানকে নির্দেশ প্রদান করা হয়েছে। নির্দেশ অমান্য করলে ক্লিনিকটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।