আলমডাঙ্গায় সকল ইউনিয়ন ও পৌরসভায় ১৬শ' কম্বল প্রদান করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গায় সকল ইউনিয়ন ও পৌরসভায় ১৬শ' কম্বল প্রদান করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। ৩১ ডিসেম্বর বিকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ইউনিয়ন ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দের হাতে ১শ করে ১হাজার ৬শ কম্বল তুলে দেন। প্রত্যেক ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ শীতার্তদের মাঝে কম্বল বিতরন করবেন।
কম্বল প্রদানকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গনু মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আমিরুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর অরুন, প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান পিন্টু,
দপ্তর সম্পাদক সামুদ সালেন উৎপল, সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন, কুমারী ইউনিয়ন আওমীলীগের সভাপতি ও চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, খাদিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আনিছুর রহমান, বেলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চঞ্চল, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, কলেজ ছাত্রলীগরে প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাকিব, রকি, অটল, টিটন, সজিব, সহ উপজলার ১৫ টি ইউনিয়নের আওমীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নেতাকর্মীবৃন্দ।