আলমডাঙ্গায় জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আলমডাঙ্গায় জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহিদ হোসেন রেন্টুকে ও সম্পাদক আব্দুর রশিদ এবং পৌর জাতীয় পার্টির সভাপতি আতিয়ার রহমান সম্পাদক জয়নাল আবেদীন। আলমডাঙ্গা কলেজপাড়ার প্রয়াত ওল্টু স্যারের বাগানবাড়িতে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল উপরোক্ত ঘোষণা দেন জেলা জাতীয় পার্টির আহব্বায়ক অ্যাড সোহরব হোসেন। এ সময় প্রধান অতিথি বলেন, জাতীয় পার্টির রাজনীতিতে দলীয় ভেদাভেদ নাই, পরহিংসার রাজনীতি নেই, ক্ষমতা ও দখলের রাজনীতি নেই। এখন আওয়ামী লীগ নেতারা স্বার্থের রাজনীতি করেন। এখন ভোট কাটাকাটি চলছে, ভোট ডাকাতি চলছে। আওয়ামী লীগগে এখন দুঃসময় আসছে। রাত ১১ টার মধ্যে ভোট কেটে নেওয়ার সুযোগ আর হবে না। মনে রাখতে হবে জাতীয় পার্টির সহযোগিতায় আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। জাতীয় পার্টি কখনো ডিও লেটার নিয়ে চাকরি দেয়নি। কোন প্রকার স্বজনপ্রীতি করেনি। টাকা নিয়ে নিয়োগ বাণিজ্য করেনি।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহিদ হোসেন রেন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি জেলা জাতীয় পার্টির আহব্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাড রবিউল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, জীবননগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক মুসাফ কাক্কা, সহসভাপতি মমিনুল ইসলাম হানেহার, জীবন নগর পৌর সভাপতি আশাদুল হক মোল্লা, দর্শনা থানা সভাপতি নুর জামাল, জেলা ওলামা পাট্র্রি সভাপতি জুলফিকার আলী কলি, আলমডাঙ্গা পৌর জাতীয় পাট্র্রি সভাপতি আতিয়ার রহমান, সম্পাদক জয়নাল আবেদীন।
উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি মিজানুর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা যুবসংহতির সভাপিিত বিপ্লব হোসেন. জীবননগর হাসাদাহ ইউনিয়ন সভাপতি তরিকুল ইসলাম,ভাংবাড়িয়া ইউনিয়নের সাবেক সভাপতি আবু জার হোসেন সওদা, হারদী ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ। পরে উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহিদ হোসেন রেন্টুকে, সহসভাপতি মিজানুর রহমান ও সম্পাদক আব্দুর রশিদ এবং পৌর জাতীয় পার্টির সভাপতি আতিয়ার রহমান সম্পাদক জয়নাল আবেদীন ঘোষনা দেওয়া হয়।