সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভাংবাড়িয়ার প্রবীণ ব্যক্তি দাউদ মিয়া

হাটবোয়ালিয়া প্রতিনিধি : আলমডাঙ্গা ভাংবাড়িয়ার প্রবীণ ব্যক্তি ও সবার পরিচিত মুখ হাজী দাউদ আলী মিয়া আর নেই(ইন্নাইল্লাহি………..রাজিউন)। ২৮ ডিসেম্বর বেলা ১২ দিকে বার্ধক্যজনিত কারণে আলমডাঙ্গা জামাতার বাসভবনে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮২ বছর।
জানাগেছে, উপজেলার ভাংবাড়িয়া গ্রামের আলমডাঙ্গা ভাংবাড়িয়া গ্রামের মৃত আবুল হোসেন বিশ্বাসের ছেলে হাজী দাউদ আলী মিয়া। ২৮ ডিসেম্বর বেলা ১২ দিকে বার্ধক্যজনিত কারণে আলমডাঙ্গা জামাতার বাসভবনে মৃত্যু বরণ করেন। তার মৃত্যু এ খবর গ্রামসহ অত্র এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। ৩ ছেলে ২মেয়ে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি যতদিন বেঁচে ছিলেন গ্রামের নম্র ভদ্র হাস্যজ্জোল সততা ও নিষ্ঠার অধিকারী ভাল মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনার মৃত্যুতে গ্রামবাসীসহ এলাকার সুধী সমাজ ও সংগঠনের পক্ষ থেকে শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ও তার আত্মার শান্তি কামনা করেন। বাদ এশা জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের বড় ছেলে লিপন মিয়া তার আব্বার আত্মার শান্তির জন্য দোয়া চেয়েছেন।