১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ২ দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ২৭, ২০২১
91
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। ২৭ ডিসেম্বর ‘স্মার্ট ফোনে আসক্তি: পড়াশোনার ক্ষতি’ এ প্রতিপাদ্যকে উপজীব্য করে এ বছর ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক কৃষিবিদ গোলাম সরোয়ার মিঠু, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহিল কাফি, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, এএসএম আলমগীর সাইফুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী ও উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, আলমডাঙ্গা থানার এসআই আমিনুর রহমান।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম রেজার উপস্থাপনায় আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, কাটাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল মান্নান, আলমডাঙ্গা একাডেমির প্রধান শিক্ষক এনামুল হকসহ উপজেলা ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। পরে প্রধান অতিথি মেলার সকল স্টল ঘুরে দেখেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram