চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্য
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় সবে খাতুন নামে (৫১) এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার সময় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবে খাতুন জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কর্চ্চাডাঙ্গা গ্রামের সাবেদ আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সবে খাতুন বেশ কিছু দিন ধরে শারিরীকভাবে অসুস্থ ছিলেন। সোমবার সকালে তিনি চিকিৎসার জন্য ভ্যানযোগে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসছিলেন। বেলা সাড়ে ১০ টার সময় তিনি ভ্যান থেকে নেমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবার জন্য রাস্তা পার হচ্ছিলেন।
এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে পাকা রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা মোটরসাইকেলটিকে আটক করলেও চালক পালিয়ে যান। লাশ ঘটনাস্থল থেকে নিজ বাড়িতে নেওয়া হয়েছে। জীবননগর থানা ওসি আব্দুল খালেক বলেন,মোটরসাইকেলে ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।