আলমডাঙ্গার খাসকররা ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আলমডাঙ্গার খাসকররা ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর বিকাল ৩ টায় খাসকররা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সম্মেলন অনুস্ঠিত হয়। সম্মেলনে মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু।
বিশেষ অতিথি ছিলেন খাসকররা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তাফসির আহমেদ মল্লিক লাল, আলমডাঙ্গা উপজেলা কৃষকলীগের সভাপতি এম আজিজুল হক, আলমডাঙ্গা উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক খন্দকার বজলুল করিম, আলমডাঙ্গা পৌর কৃষকলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্রনাথ সাহা, আলমডাঙ্গা পৌর কৃষকলীগের যুগ্ন আহবায়ক সাহাবুল হক, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সহঃ সভাপতি আবুল কাসেম, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সহঃ দপ্তর সম্পাদক মোঃ ফজলুর রহমান, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আজিবর রহমান, আব্দুুল হান্নান, আনিচুর রহমান, সার্জেন্ট রহুল আমিন,বজলুর রহমান, সমির উদ্দিন সহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সকলের সম্মতি ক্রমে আব্দুল মান্নান কে সভাপতি এবং হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে মোট ৫১ সদস্য বিশিষ্ট খাসকররা ইউনিয়ন কমিটি গঠন করা হয়।