জীবননগরে দেবরের লাথিতে ভাবির মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দেবরের লাথিতে ভাবি মৃত্যু হয়েছে। পুলিশ শনিবার দুপুরে নিহতের লাশ উদ্ধর করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। অভিযুক্ত দেবর সাহেব আলিকে আটক করেছে জীবননগর থানা পুলিশ। এখনও পর্যন্ত কোন মামলা হয়নি।
নিহত শাহারন খাতুন(২৬) জীবননগর উপজেলার দেহাটী গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী।
জানা যায়, বেশ কিছু দিন ধরে ভিটে বাড়ির জমি নিয়ে মোশারফ হোসেন ও তার ছোট ভাই সাহেব আলির সাথে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে শুক্রবার রাতে শাহারন খাতুন ও সাহেব আলির সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সাহেব আলি ভাবির তলপেটে লাথি মারলে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাটি জানার পর শনিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
জীবননগর থানার ওসি আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।