আলমডাঙ্গার পারকুলার পল্লি চিকিৎসক ২ সন্তানের জননীকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি
আলমডাঙ্গার পারকূলা গ্রামের পল্লিচিকিৎসক ২ সন্তানের জননীকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। পারকুলা আবাসনের ওই গৃহবধূকে ফিরে পেতে তার স্বামী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামের খেদআলি মালিথার ছেলে আনোয়ার মালিথা পারকুলা বাজারে ওষুধের দোকান দিয়ে রোগী চিকিৎসা করে আসছিল। আনোয়ার মালিতার কাছে চিকিৎসা নিতে আসে পারকুলা আবাসনের সাগর আলির স্ত্রী । চিকিৎসার সুত্র ধরে তার মোবাইলের নম্বর নিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে আনোয়ার মালিতা।
ঘটনাটি জানাজানি হলে গৃহবধূর স্বামী সাগর আলী পল্লিচিকিৎসক আনোয়ার মালিতার কাছে গিয়ে তার স্ত্রীর সাথে যোগাযোগ করতে নিষেধ করে। এরই এক পর্যায়ে ২১শে নভেম্বর আনোয়ার মালিতা ওই গৃহবধূকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। স্ত্রী সন্তানকে ফিরে পেতে সাগর আলী থানায় এ অভিযোগ দায়ের করে।