অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ও উন্নতমানের খাবার বিতরণ করলেন রোটারীয়ান ডাক্তার বিপ্লব
আলমডাঙ্গা যাদবপুর গ্রামের কৃতি সন্তান রোটারীয়ান ডাক্তার মোঃ মহাইমেনুল ইসলাম বিপ্লব ও রোটারী ক্লাব উত্তরা লেক ভিউয়ের উদ্যোগে শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়াও এলাকার ৪ শতাধিক দরিদ্র মানুষের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
২৩ ডিসেম্বর সকালে উপজেলার যাদবপুর গ্রামের কৃতি সন্তান রোটারীয়ান ডাক্তার মোঃ মহাইমেনুল ইসলাম বিপ্লব নিজ গ্রামের শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল ও শীতের গরম কাপড় বিতরণ করেন। পরে দুপুরে নিজের বাড়িতে রান্না করে এলাকার ৪ শতাধিক দরিদ্র মানুষের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করেন।
এসময় উপস্থিত ছিলেন রোটারীয়ান ডাক্তার মোঃ মহাইমেনুল ইসলাম বিপ্লব, ডাক্তারের মা আনোয়ারা বেগম, ডাক্তার শওকত আরা, কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, আলমডাঙ্গা মা নার্সিং হোমের সত্ত¡াধিকারী আনোয়ার হোসেন জালাল প্রমুখ।