৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল ও ভয়াবহতা নিয়ে আলোচনা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ২২, ২০২১
83
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল ও ভয়াবহতা নিয়ে আলোচনা করেন চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর। ২২ ডিসেম্বর বেলা ১১ টার সময় স্কুল এন্ড কলেজ মাঠে সকল শিক্ষার্থীদের নিয়ে মাদকের কুফল ও ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেন।

হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি নাহিদ হাসনাত সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়তুল্লাহ। এসময় তিনি বলেন, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা যাতে মাদকের কুফল সম্পর্কে ধারণা পায় এবং মাদকের ভয়াবহতা উপলদ্ধি করতে পারে সেজন্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে এখানে এসেছি। আমি এই হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের ছাত্র সুতরাং আমার নৈতিক দায় বদ্ধতা রয়ে গেছে তোমাদের প্রতি, তোমরা মাদক থেকে দূরে থাকবে এবং সঠিকভাবে লেখাপড়া ও খেলাধুলা করবে। সেই সাথে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার চেষ্টা করবে।

বিশেষ অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শামিমা নাসরিন, বীর মুক্তিযুদ্ধা খোসদেল আলম, রবিউল হক, আবেছ উদ্দিন, সৈয়ব উদ্দিন, নাসির উদ্দিন, সহকারি অধ্যাপক আব্দুর রহিম।

প্রাক্তন শিক্ষক আবুল কাশেম মাস্টার এর উপস্থাপনায় উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক শরীফুন্ নেছা, সহকারি শিক্ষক শামসুল হক আজমতুল হুদা, সানবীব আক্তার, মনিরুজ্জামান, আফরোজা খাতুন , হামিদুল ইসলাম, আব্দুল আলিম, মতিউল হুদা, মনোয়ার হোসেন , মফিজ উদ্দিন, সুরাইয়া পারভীন. রিচিনা পারভীন, আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান, প্রাক্তন সদস্য মামুন রেজা ও অভিভাবক সদস্য আখতারুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram