৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে অনুসন্ধানী সাংবাধিকতা ও আমাদের করনীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ২২, ২০২১
78
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায় শুদ্ধাচার চর্চার কোন বিকল্প নেই’ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে অনুসন্ধানী সাংবাধিকতা ও আমাদের করনীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের এইড ফাউন্ডেশনের সূর্যসেনা পাঠাগারে এ সংলাপের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

সুজনের সভাপতি আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে বক্তব্য রাখেন আঞ্চলিক সমন্বয়ক গিয়াস উদ্দিন, সহ সম্পাদক হাবিবুর রহমান, জাহিদুল ইসলাম, রেজাউর ইসলাম, সাংবাদিক এম সাইফুল মাবুদ, নিজাম জোয়াদ্দার, আসিফ ইকবাল কাজল, কে এম সালেহ, এম এ কবির, সাদ্দাম হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, সমাজে রাজনৈতিক আধিপত্য বিস্তারের মানসিকতার কারণে অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাইরের চাপ বাড়ছে।

এই চাপ মোকাবিলা করে সৎ সাহস ও নীতিনৈতিকতা বজায় রেখেই অনুসন্ধানী সাংবাদিকতা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর নৈতিকতা এবং শুদ্ধাচার নিশ্চিত করার মাধ্যমে সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে হবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram