আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে সাধারন সদস্য পদে পুনঃনির্বাচন অনুষ্ঠিত

আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে সাধারন ইউপি সদস্য পদে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ভোট গ্রহন করা হয়। পুনঃনির্বাচনে ৪৪৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে ফুটবল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন কলিম উদ্দিন বিশ^াস। সকাল থেকেই ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
গাংনী ৯ নং ওয়ার্ডে পুনঃনির্বাচনে ম্যাজিষ্ট্রেড হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার ভ’মি রেজুওয়ানা নাহিদ। রির্টানিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোহেল রানা। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা এসএম আলমগীর শফিউল্লাহ। নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। তিনি ভোট কেন্দ্র পরিদর্শন করেন। নিরাপত্তার দায়িত্বে ছিলেন আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত তুহিনুজ্জামান, এসআই আমিনুল হকসহ সঙ্গীয় ফোর্স।
গত ২৮ নভেম্বর ৩য় ধাপে আলমডাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। গাংনী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ফুটবল প্রতীকের প্রার্থী কলিম উদ্দিন বিশ^াস ও মোরগ প্রতীকের প্রার্থী মমিনুল হক মমিন ৪০১ ভোট করে ভোট পায়। দুজনে সমান ভোট পাওয়ায় ভোটের ফলাফল দেওয়া সম্ভব হয়নি। পরে নির্বাচন অফিস সিদ্ধান্ত গ্রহন করেন পুনঃনির্বাচনের। গতকাল ২১ ডিসেম্বর গাংনী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়।
গাংনী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৯৩৮ জন। পুনঃ নির্বাচনে ৮৫৮ভোট পোল হয়েছে। এর মধ্যে ৯টি ভোট বাতিল হয়েছে। ফুটবল প্রতীক নিয়ে কলিম উদ্দিন বিশ^াস ৪৪৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতি›দ্ব›দ্বী প্রার্থী মমিনুল হক মমিন মোরগ প্রতীক নিয়ে ৪০১ ভোট পেয়েছেন।
রির্টানিং অফিসার উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোহেল রানা বলেন, ২৮ নভেম্বর ৩য় ধাপে আলমডাঙ্গা উপজেলায় ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে গাংনী ৯ নং ওয়ার্ডে সাধারন সদস্য পদে ২ প্রার্থী সমান ভোট প্রাপ্ত হয়। পরে ২১ ডিসেম্বর পুনঃনির্বাচনের সিদ্ধান্ত হয়। গতকাল ওই ওয়ার্ডে সাধারন সদস্য পদে পুনঃনির্বাচনে ফুটবল প্রতীকে কলিম উদ্দিন বিশ^াস ৪৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতি›দ্ব›দ্বী প্রার্থী মমিনুল হক মমিন মোরগ প্রতীক নিয়ে ৪০১ ভোট পেয়েছেন।
পুনঃনির্বাচন সম্পর্কে আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার এমএজি মোস্তফা ফেরদৌস বলেন, গত ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সাধারন নির্বাচনে গাংনী ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে সাধারন সদস্য পদে দুই প্রার্থী সমান ভোট প্রাপ্ত হয়। পরবর্তীতে ২১ ডিসেম্বর ওই ওয়ার্ডের সাধারন সদস্য পদে পুনঃ নির্বাচন অনুষ্ঠিত হয়।