২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান আড্ডা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ১৯, ২০২১
158
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষে -আলমডাঙ্গায় আলোচনা অনুষ্ঠান আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ ডিসেম্বর এশার পর আলমডাঙ্গা হ্যামলেট ক্যাফেতে এ আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডায় আন্তর্জাতিক আরবি ভাষা দিবস, মুসলিম জীবনে আরবি ভাষার গুরুত্ব, আধুনিক বিশ্বে আরবি ভাষার অর্থনৈতিক উপযোগিতা, বিশ্ব সভায় আরবি ভাষার অবদান, সভ্যতার যোগাযোগে আরবি ভাষার ভূমিকা করণীয় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

আরএআর বুকস্টোরের সৌজন্যে আয়োজিত এ আড্ডায় উপস্থিত ছিলেন মাওলানা ইমদাদুল হক, মুফতি মাহাদী হাসান, প্রভাষক মোঃ মফিজুর রহমান, মাহফিল উদ্দিন মানিক, কাজল আহমদ, নাদীউজ্জামান খান রিজভী, আব্দুল্লাহ আল নোমান, মোঃ আলিফ রেজা, ইসমাইল হোসেন, সাদ আহমেদ তুহিন, মেশকাত হোসেন, গোলাম মুকতাদির, সনি মল্লিক, মোঃ আব্দুল্লাহ আল সাঈদ রাসেল প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে প্রতি বছর ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক আরবি ভাষা দিবস হিসেবে পালিত হয়ে থাকে। ২০১০ খ্রিষ্টাব্দে জাতিসংঘ সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এই দিনে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ ১৯৭৩ খ্রিষ্টাব্দের এই দিনে জাতিসংঘের আনুষ্ঠানিক ভাষা এবং জাতিসংঘের দাপ্তরিক কার্যক্রম সমূহের ব্যবহারিক ভাষা হিসেবে গৃহীত হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram