মেহেরপুর জেলা প্রেস ক্লাব নির্বাচনে আযম সভাপতি চান্দু সম্পাদক

মেহেরপুর প্রতিনিধি।মেহেরপুর জেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে যুগান্তর প্রতিনিধি তোজাম্মেল আযম ৩য় বারের মতো সভাপতি এবং ইত্তেফাক প্রতিনিধি মাহবুব চান্দু ২য় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। ৩য় বারের মতো অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন।
নির্বাচনে বিনা প্রতিদ্ব›দ্বীতায় অপর নির্বাচিতরা হলো সহ-সভাপতি পদে টাইমস বার্তার নাসের চৌধুরী, যুগ্ম সম্পাদক পদে মো. আক্তারুজ্জামান (ঢাকা পোস্ট), গণযোগাযোগ সম্পাদক পদে এ সিদ্দিক শাহীন (দিনের খবর), দপ্তর সম্পাদক মাসুদ রানা (আমাদের অর্থনীতি)।
নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ড. আমানুর আমান (ডেইলি স্টার), হারুন অর রশিদ রবি (দৈনিক দিনকাল) ও মর্তুজা ফারুক রুপক (ভোরের কাগজ)। মেহেরপুরের আমঝুপি নীলকুঠিতে নির্বাচিতদের নাম ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল ধুমকেতু।