হাটবোয়ালিয়ার পলাশীপাড়া এনজিওর সহকারি শাখা ব্যবস্থাপকের মোটরসাইকেল চুরি

হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা হাটবোয়ালিয়ার পলাশীপাড়া এনজিওর সরকারি শাখা ব্যবস্থাপকের মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে চোরচক্র। ১৯ ডিসেম্বর সন্ধ্যায় শাখা ব্যবস্থাপক আসিফ হাসানের ডিসকভারি ১২৫সিসি কালো রঙের মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়।
জানাগেছে, উপজেলার হাটবোয়ালিয়ার পলাশীপাড়া অফিসে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। পলাশীপাড়া সহকারি শাখা ব্যবস্থাপক আসিফ হাসান তার পাশের রুমে ছিল মোটরসাইকেল রেখে অফিসে কাজ নিয়ে ব্যস্ত ছিলেন । সুযোগ বুঝে চোর চক্র মোটরসাইকেলটি চুরি করে নিযে যায়। অনেক খোঁজাখুঁজির পরে মোটরসাইকেল এর সন্ধান না পাওয়া হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পে অভিযোগের জন্য জান ।
কিন্তু ক্যাম্প ইনচার্জ আলমডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করার জন্য পরামর্শ দেন। ডিসকভারি কালো রঙ্গের মোটরসাইকেল রেজিস্ট্রেশন নম্বর মেহেরপুর হ-১২-০০২৩ । এ নিয়ে এলাকাতে চোর আতঙ্ক বিরাজ করছে। পরে রাতেই আলমডাঙ্গা থানায় সাধারন ডায়েরী করেন ওই শাখা ব্যবস্থাপক।