আলমডাঙ্গায় আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষে আড্ডা


আজ শনিবার ১৮ ডিসেম্বর ইশার পর আলমডাঙ্গা হ্যামলেট ক্যাফেতে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষে আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডায় আন্তর্জাতিক আরবি ভাষা দিবস, মুসলিম জীবনে আরবি ভাষার গুরুত্ব, আধুনিক বিশ্বে আরবি ভাষার অর্থনৈতিক উপযোগিতা, বিশ্ব সভায় আরবি ভাষার অবদান, সভ্যতার যোগাযোগে আরবি ভাষার ভূমিকা, আরবি ভাষা বিস্তারে করণীয় ইত্যাদি বিষয়ে বিভিন্ন জন আলোচনা করেন।
আরএআর বুকস্টোরের সৌজন্যে আয়োজিত এ আড্ডায় উপস্থিত ছিলেন মাওলানা ইমদাদুল হক, মুফতি মাহাদী হাসান, প্রভাষক মোঃ মফিজুর রহমান, মাহফিল উদ্দিন মানিক, কাজল আহমদ, নাদীউজ্জামান খান রিজভী, আব্দুল্লাহ আল নোমান, মোঃ আলিফ রেজা, ইসমাইল হোসেন, সাদ আহমেদ তুহিন, মেশকাত হোসেন, গোলাম মুকতাদির, সনি মল্লিক, মোঃ আব্দুল্লাহ আল সাঈদ রাসেল প্রমুখ।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে প্রতি বছর ১৮ই ডিসেম্বর আন্তর্জাতিক আরবি ভাষা দিবস হিসেবে পালিত হয়ে থাকে। ২০১০ খ্রিষ্টাব্দে জাতিসংঘ সাধারণ পরিষদের ৩১৯০ নং সিদ্ধান্ত অনুযায়ী এই দিনে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ ১৯৭৩ খ্রিষ্টাব্দের এই দিনে জাতিসংঘের আনুষ্ঠানিক ভাষা এবং জাতিসংঘের দাপ্তরিক কার্যক্রম সমূহের ব্যবহারিক ভাষা হিসেবে গৃহীত হয়।