ব্যক্তিগত স্বার্থের চে সমাজের স্বার্থ বড় করে দেখলে সমাজ সুন্দর হবে- এম সবেদ আলী

৫ গ্রামের প্রধানদের খানা দিয়ে আনুষ্ঠানিকভাবে মন্ডলী নিলেন আলমডাঙ্গার ফরিদপুর দোয়ারপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক। ১৮ ডিসেম্বর শনিবার ৫ গ্রামের প্রধান মন্ডল ও মন্ডল কমিটির সভাপতি আনুষ্ঠানিকভাবে আব্দুর রাজ্জাককে মন্ডলীগামছার পাগড়ী পরিয়ে দিয়ে মন্ডল হিসেবে স্বীকৃতি দেন। ফরিদপুর দোয়ারপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের পিতা মুকছার আলী বেশ কিছুদিন আগে মৃত্যু বরণ করেন। পিতার কুলখানী অনুষ্ঠানে মন্ডলদের খানা দিয়ে ছেলে মন্ডলী গ্রহণ করেন।
ফরিদপুর দোয়ারপাড়ার মন্ডল প্রধান এমদাদুল হক ঝান্টুর সভাপতিত্বে এ মন্ডলী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫ গ্রামের কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী।
এসময় তিনি বলেন, এখানে ৫ গ্রামের প্রধানসহ সব ধরনের মন্ডল আছেন। আপনারা চাইলে আপনাদের ৫টি গ্রামকে উপজেলার মধ্যে দুর্নীতি ও অনিয়মমুক্ত গ্রাম গড়ে তুলতে পারেন। সামাজিক অনাচার ও দুর্নীতিতে প্রশ্রয় না দিলেই সমাজ সুন্দর হবে। কলুষমুক্ত হবে। নিজের স্বার্থ না দেখে সমাজের স্বার্থ, দেশের স্বার্থকে সবার আগে বিবেচনা করতে হবে। তাহলে ব্যক্তি জীবনেও কল্যাণ হবে। সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে মন্ডলরা বড় ভূমিকা রাখতে পারে। সালিশ বৈঠকে নিরোপেক্ষ থাকলে মন্ডলদের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা ও আস্থা বাড়বে।
বিশেষ অতিথি ছিলেন ৫ গ্রামের মন্ডল প্রধানদের মধ্যে ব্যাংককার সিরাজুল ইসলাম, ডা. সামসুজ্জোহা সাবু, হাজী ঠান্ডু মিয়া, আনোয়ার হোসেন সোনাহার, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, নজরুল ইসলাম, সেকেন্দার আলী, সেলিম বিশ^াস, চুয়াডাঙ্গা সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আনসার আলী, রিকাত আলী, সিতাব আলী, সেকেন্দার আলী।
মানোয়ার হোসেন মন্ডলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ৫ গ্রামের মন্ডলদের মধ্যে আমীর উদ্দিন, রিয়াজ উদ্দিন, ইদবার আলী, মজি মন্ডল, খাইরুল ইসলাম নাসিম, আসমান আলী, আইয়ুব হোসেন, শহিদুল ইসলাম, আলামীন, শাহাদৎ সহ সকল প্রধান ও মন্ডল গন।