আলমডাঙ্গার গার্মেন্টস ব্যবসায়ী পাপ্পুর পেটে ছুরি মেরে করেছে শান্ত

আলমডাঙ্গার গার্মেন্টস ব্যবসায়ী পাপ্পুর পেটে চুরি মেরে রক্তাক্ত জখম করেছে শান্ত নামের এক যুবক। গতকাল শনিবার বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে পাপ্পুকে উপর্যুপরি ছুরি মারা হয়। এতে তার নাড়িভূড়ি বের হয়ে যায়। এ সময় আশপাশের ব্যবসায়ীরা তাড়িয়ে ধরে শান্তকে পুলিশের হাতে তুলে দিয়েছে। গুরুতর জখম অবস্থায় পাপ্পুকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, আলমডাঙ্গা পৌরসভার এরশাদপুর গ্রামের বাগানপাড়ার জয়নদ্দিন ওরফে আব্দুল জলিলের ছেলে পাপ্পু (২৫) আলমডাঙ্গা কাপড়পট্টিতে ব্যবসা করেন। গতকাল শনিবার বিকেলে শান্ত নামের এক যুবক তার দোকানে যায়। সে সময় কথা কাটাকাটির এক পর্যায়ে শান্ত পাপ্পুর পেটে উপর্যূপরি ছুরি মারে।

এতে পাপ্পুর নাড়িভুড়ি বের হয়ে যায়। শান্ত কুষ্টিয়া জেলার ইবি থানার শংকরদিয়া গ্রামের শুকচাঁদের ছেলে। তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশপাশের ব্যবসায়ীরা তাড়িয়ে ধরে শান্তকে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ রক্তাক্ত ঘটনার কারণ এখনও স্পষ্ট হয়নি।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।