শৈলকুপায় সন্ত্রাসী কর্তৃক হাসপাতালের মধ্যেই দুই ব্যক্তিকে কুপিয়ে জখম
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ১৮, ২০২১
78
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের শৈলকুপায় সন্ত্রাসীরা কর্তৃক স্বপন ও রাব্বি নামের দুই ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় শৈলকুপা উপজেলা হাসপাতালের সামনে চায়ের দোকানে কবিরপুর গ্রামের স্বপন (৩৫) রাব্বি (৩০) নামের দুই ব্যক্তি বসে চা খাচ্ছিল।
তখন ১০/১৫ জনের একটি সন্ত্রাসী দল রামদা, চাইনিজ কুড়াল নিয়ে তাদেরকে হত্যার জন্য ধাওয়া করে। এ সময় তারা দৌড়ে হাসপাতালের মধ্যে পালানোর চেষ্টা করলে হাসপাতালের মধ্যেই সন্ত্রাসীরা তাদেরকে কুপিয়ে গুরুত্বর জখম করে এবং ২টা মটরসাইকেল ভাংচুর করে। আহত ব্যক্তিদের শৈলকুপা হাসপালে চিকিৎসার জন্য ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক স্বপনকে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে রেফার্ড করে।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি তদন্ত মহাসিন হোসাইন জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।