আলমডাঙ্গার প্রাগপুর গ্রামের এক নারীর জমি জোরপূর্বক দখল করে নেওয়া অভিযোগ
আলমডাঙ্গার প্রাগপুর গ্রামের এক নারীর জমি জোরপূর্বক দখল করে নেওয়া অভিযোগ উঠেছে তাইছার ওরফে ঝড়ুর বিরুদ্ধে। ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাতের আঁধারে জমি দখল করে দোকান ঘর বসিয়েছে। এ ঘটনায় থানায় ভুক্তভোগী নারী অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার প্রাগপুর গ্রামের আব্দুল হামিদের স্ত্রী ছারবিয়া খাতুনের গ্রামের খেয়াঘাট সংলগ্ন একটি জমি রয়েছে। দীর্ঘদিন আগে ওই জমি নিয়ে গ্রামের মৃত তারাচাঁদের ছেলে তাইছার ওরফে ঝড়ুর সাথে দ্বন্দ হয়।
পরে ওই সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উভয়পক্ষের সার্ভেয়ার দ্বারা জমি মাপযোগ দিয়ে বুঝ করে দেওয়া নেয়। ওই সময় উভয়ে তা মেনে নেয়। এরপর থেকেই বিবাদি ঝড়ু ও তার লোকজন বিভিন্ন সময় আব্দুল হামিদের পরিবারকে ভয়ভীতি দেখাতে থাকে। এরই এক পর্যায়ে গত ১৬ ডিসেম্বর রাতে ঝড়ু ও তার তিন ছেলে মুক্লু, কাদু, মাসুম জোর পূর্বক জমির উপর থাকা সিমানা পিলার তুলে বেড়া ভেঙ্গে জমি দখল করে নেয়।
রাতারাতি তারা সেখানে দোকান ঘর বসিয়ে দেয়। সকালে গিয়ে দেখেন জমি দখল হয়ে গেছে। জমি দখলের বিষয়ে জিজ্ঞেস করলে ঝড়ু ও তার ছেলেরা ছারবিয়া খাতুন ও তার ছেলেকে অকথ্য ভাষায় গালাগালি করে তাড়িয়ে দেয়। এ ঘটনার বিষয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।