১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ঝিনাইদহ জেলা পুলিশের পুলিশ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদাণ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ১৭, ২০২১
172
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে ঝিনাইদহ জেলা পুলিশ কর্তৃক পুলিশ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় ঝিনাইদহ জেলাধীন বিভিন্ন থানা এলাকায় বসবাসরত যে সমস্ত পুলিশ মুক্তিযোদ্ধা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে অসামান্য অবদান রেখেছেন তাঁরা ও তাঁদের পরিবারবর্গের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিভিন্ন থানা এলাকা থেকে আগত অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান শেষে মুক্তিযুদ্ধেরবীরত্বগাথা নিয়ে আলোচনা করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার সাঈদ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ),জনাব আবুল বাশার,অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল, জনাব আবু রাসেল,অতিরিক্ত পুলিশ সুপার (সদর),জনাব অমিত কুমার বর্মন,সহকারী পুলিশ সুপার,শৈলকুপা সার্কেল সহ অনান্য অফিসার ও ফোর্স বৃন্দ। অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram