" বঙ্গবন্ধু ও বাংলাদেশ" গানে পরাগ বিশ্বাসসহ ৬ কন্ঠশিল্পী
তরুণ প্রজন্মের প্রতিভাবান কন্ঠশিল্পী পরাগ বিশ্বাসসহ বিউটি,সালমা,এসকে সানু,মোহনা ও মাহতিম শাকিবের কন্ঠে" বঙ্গবন্ধু ও বাংলাদেশ" শীর্ষক দেশাত্মক বোধক সঙ্গীত আজ ১৪ ডিসেম্বর রিলিজ হয়েছে। কাতার র্প্রবাসি ব্যবসায়ী, প্রযোজক ও গীতিকার জসীম উদ্দিন আকাশের কথায় "বঙ্গবন্ধু বাংলাদেশ " শীর্ষক গানটি BD29 multimedia ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।
গানটি সুর করেছেন এসকে সানু, সঙ্গীত পরিচালনা করেছেন ৪ জন, পরাগ বিশ্বাস, রফিকুল ইসলাম ফরহাদ, রোহান রাজ, এ এইচ তূর্য ।
গীতিকার জসীম উদ্দিন আকাশ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান লিখতে গেলে কলমের কালি শেষ হয়ে যাবে, কিন্তু বঙ্গবন্ধুর অবদানের কথা লিখে শেষ করা যাবেনা। নিজের ক্ষুদ্র চেষ্টা থেকে বঙ্গবন্ধু ও বাংলাদেশ গানটা লেখেছি। আশা করি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলের ভালো লাগবে।
আলমডাঙ্গার ছেলে তরুণ সঙ্গীত পরিচালক পরাগ বিশ্বাস জানান, ছেলেবেলায় আমি যাদের গান শুনে বড় হয়েছি, তাদের সাথে গান গাইতে পেরে ও তাদের সঙ্গীত পরিচালনা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আশা করি গানটি ভালো লাগবে।