১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় মুজিব বর্ষ উপলক্ষ্যে গৃহহীন পরিবারের নতুন ঘর নির্মানের শুভ উদ্বোধন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ১৪, ২০২১
286
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

ভালাইপুর প্রতিনিধিঃ আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের রুইতনপুর পূর্বপাড়ায় মুজিব বর্ষ উপলক্ষ্যে "" ভূমিহীন ও গৃহহীন অর্থা "ক" শ্রেনির পরিবাবরের জন্য ৩য় পর্যায়ের গৃহ ( দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা) ৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের নতুন ঘর নির্মাণ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক চুয়াডাঙ্গা মো: নজরুল ইসলাম সরকার। ১৪ ডিসেম্বর বেলা ১১ টারদিকে আলমডাঙ্গার রুইতনপুর পূর্বপাড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলা পরিষদের বাস্তবায়নে ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন শেষে আলোচনা অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার মো: রনি আলম নুর এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিথ ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি ক্ষুধা দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ বির্নিমানে সরকারের সহযোগী হিসাবে রাষ্ট্রের প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে। পরিশ্রম করতে হবে। তিনি ঐ সময় আরো বলেন জলিল মোল্রা একজন মুসলমান হলেও দাস পরিবারের মাঝে সেচ্ছায় ভুমিহীনদের বাড়ী নির্মানের জন্য জমি রেজিষ্ট্রে করে দেওয়ায় আওয়ামী লীগ নেতা জলিল মোল্লাকে সাধুবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) শারমিন আক্তার, আলমডাঙ্গা সহকারী কমিশনার ভুমি রেজওয়ানা নাহিদ। হিসাবে উপস্থিত ছিলেন চিৎলা ইউনিয়নের নবাগত চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার, আওয়ামী লীগ নেতা ও জমিদাতা জলিল মোল্লা, জমিদাতা জলিল মোল্লা তার বক্তব্যে বলেন আমার জমিতে দাস পরিবার ত্রিশ বছর ধরে আছে মুজিব বর্ষ উপলক্ষ্যে আমি তিন টি দাস পরিবারে ৬ শতক জমি রেজি: করে দিয়েছি। এতে আমি খুব আনান্দিত। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মিজানুর রহমান, নজরুল ইসলাম, হাউস আলী, আবু তালেব, রবিউল ইসলাম, আজকার আলী, আবেদ আলী, আব্দুর রহিম, হাবিবুর রহমান, আসদ আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন ভুমি সহকারী অফিসার মিজানুর রহমান।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram