আলমডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে নানা কর্মসুচী পালন
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসুচির মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। ১৪ ডিসেম্বর শুক্রবার সকাল সাাড়ে ৯টার দিকে উপজেলা চত্বরের শহীদ মাজার জিয়ারত করা হয়। পরে ৭১’র বধ্যভ‚মির বেদীতে শহীদ স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেনের নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের নেতৃত্বে উপজেলা প্রশাসন, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে পুুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধাদের পক্ষে অগ্নিসেনা মইনউদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ও মেহেরপুর পল্লি সমিতির জোনাল অফিস আলমডাঙ্গার ডিজিএমের পক্ষ থেকে এজিএম শামীম হোসাইনের নেতৃত্বে কর্মকর্তা কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা সহকারী কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদ, কৃষি অফিসার হোসেন শহীদ সরোওয়ার্দী, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোহেল রানা, মৎস অফিসার ফাতেমা কামরুন্নাহার আঁখি, মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত, সম্প্রসারন কর্মকর্তা শাহিনা আক্তার, আমার বাড়ি আমার খামারের কর্মকর্তা শেফালি খাতুন, প্রাথমিক রিচোর্স ইন্সটেক্টর আনারুল ইসলাম, তথ্য সেবা কর্মকর্তা সিগ্ধা দাস, আলমডাঙ্গা থানার এসআই আমিনুল ইসলাম, এসআই সুফল কুমার প্রমুখ। পরে শহীদ বুদ্ধিজীবি ও শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওমর ফারুক।
বেলা সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর ও উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদর নেতৃত্বে শহীদ বৃদ্ধিজীবীদের স্মরণে বধ্যভ‚মির বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন করেন।